Khoborerchokh logo

বার্সেলোনার ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার 377 0

Khoborerchokh logo

বার্সেলোনার ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

খেলা ডেস্ক: 

২০১৩ সালে ব্রাজিলের সান্তোষ থেকে বার্সেলোনায় যোগদান  সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে নেইমারকে খালাস দিয়েছে স্পেনের একটি আদালত। আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ,সান্তোষ এফসির স্যান্ড্রো রোসেল ও নেইমারসহ নয় জনকে মামলা থেকে খালাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা। বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগে অক্টোবরের মধ্যভাগে নেইমারের হাইপ্রোফাইল মামলাটি শুরু হয়। শুরুতে নেইমারকে দুই বছরের জেল এবং ১০ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছিল প্রসিকিউটররা।


কিন্তু অক্টোবরের শেষভাগে বিষ্ময়করভাবে অভিযুক্ত সবাইকে দুর্নীতির প্রতারনা মামলার অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়। নেইমার সান্তোষে থাকাকালে তার ৪০ শতাংশ স্পোর্টস রাইটের মালিকানায় থাকা ব্রাজিলের স্পোর্টস ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস বার্সেলোনায় খেলোয়াড় স্থানান্তরের সময় ২০১৫ সালে প্রতারনার অভিযোগে মামলাটি দায়ের করেছিল। এতে অভিযোগ করা হয় নেইমার, বার্সেলোনা ও ব্রাজিলীয় ক্লাব যোগসাজশ করে  ট্রান্সফারের প্রকৃত খরচ গোপন করেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com