Khoborerchokh logo

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ২১৯৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ 174 0

Khoborerchokh logo

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ২১৯৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ

এম হাসান,গাজীপুর: 
গাজীপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারটি দোকান হইতে  নিষিদ্ধ ২১৯৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। 

বুধবার ২৩ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে গাজীপুর জেলার ভোগড়া বাইবাস এলাকার শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে দু'টি পলিথিন বিক্রয়ের দোকান মালিক পালিয়ে যায়। 

 এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদ করার দায়ে আলামিন স্টোরের মালিক কে ১৭ হাজার ও বাপ্পি স্টোর এর মালিক কে ১৫ হাজার মোট ৩২ হাজার টাকা জরিমানা সহ চারটি দোকান হইতে ২১৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। 
অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাকি দাস। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক,জনাব সঞ্জিত বিশ্বাস,পরিদর্শক জনাব নুরুল আমিন প্রধান,গবেষণাগার সরকারী জনাব মাহবুবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, আনসারের  সদস্যবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com