গাইবান্ধা জেলা মটরশ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি বাদশা,সম্পাদক বিশু নির্বাচিত 66 0
ছবি:সভাপতি বাদশা,সম্পাদক বিশু
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
১৭টি পদের বিপরীতে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ ও মো. রওশন মিয়া, সাংগঠনিক সমপাদক মো. শামীম রহমান শামীম, অর্থ সমপাদক মো. আমজাদ হোসেন, সড়ক সমপাদক মো. আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর সমপাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার সমপাদক মো. রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সমপাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মো. মুরাদ মিয়া, মো. সজিব মিয়া, মো. আবু তাহের ও মো. মুক্তার হোসেন।
উল্লেখ্য ৫ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে ৫ হাজার ১২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জন সহকারি নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।