Khoborerchokh logo

পীরগঞ্জে প্রধানমন্ত্রী উপহারের ঘর না পাওয়ায় ভূমিহীনের হার্ট অ্যাটাকে মৃত্যু 208 0

Khoborerchokh logo

পীরগঞ্জে প্রধানমন্ত্রী উপহারের ঘর না পাওয়ায় ভূমিহীনের হার্ট অ্যাটাকে মৃত্যু

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে:
রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকৃত ভূমিহীনদের না দিয়ে অর্থের বিনিময়ে বিত্তবানদের বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে -উপজেলার ৪নং ইউনিয়নের বউলবারি গ্রামে। 

ঘর বঞ্চিত ভূমিহীন রেনু বেগম ও হার্ট এটাকে মৃত্যু ভূমিহীন এর পরিবারের সদস্যদের অভিযোগে জানা যায় -সাম্প্রতিক সময়ে উপজেলার ৪ নং  ভূমি  ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আখিরুজ্জামান মন্ডল,  (অ:দ:) শিবপুর ইউনিয়ন ভূমি অফিস পীরগঞ্জ রংপুর। কর্তৃক "ক"শ্রেণীর গৃহীন /ভূমিহীনদের নামের তালিকা (৪নং কুমিত পুর ইউনিয়ন)  করে ভূমিহীন মোঃ আব্দুল কাইয়ুম মিয়া, পিতা মৃত আজিজুর রহমান, ভূমিহীন স্বামী পরিত্যক্তা মোছাম্মদ রেনু বেগম, পিতা মৃত আব্দুল গফুর মিয়া, উভয়ের সাং-বউল বাড়ি পীরগঞ্জ রংপুর এবং মোঃ লাবু মিয়া, পিতা-মৃত আব্দুর রহমান, সাং-হরিপুর পীরগঞ্জ রংপুর।

এর চূড়ান্ত তালিকা মোতাবেক বউল বাড়ি  গ্রামে ভূমিহীনদের প্রধানমন্ত্রী কর্তৃক উপহারের ঘর নির্মাণ কাজ শুরু হয়। সে মোতাবেক নির্মানাধীন ঘরে ভূমিহীন রেনু বেগম, ভূমিহীন আব্দুল কাইয়ুম মিয়া এবং ভূমিহীন লাবু মিয়া তাদের বরাদ্দকৃত ঘরে মিস্ত্রিদের সঙ্গে কাজ করা, নির্মানাধীন কাজে পানি সরবরাহ করাসহ ইত্যাদি কাজে সহযোগিতা করে আসছিলেন। এরই মধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আকবরুজ্জামান এর অন্যত্রে বদলি হয়ে যায়। এই সুযোগে ৪ নং, কুমীরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, নতুন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ শওকত মিয়ার উপর প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে পূর্বের তালিকাভুক্ত ভূমিহীনদের নাম কর্তন করে নতুন করে (১) বিত্তশালী মোহাম্মদ মিস্টার মিয়া,  (২) মোঃ মোতালেব মিয়া এবং (৩) মোঃ আফিম মিয়ার নাম সংযুক্ত করেন। প্রকৃত ভূমিহীন আব্দুল কাইয়ুম মিয়া উক্ত সংবাদটি শোনার পরই বাড়িতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন বলে অভিযোগ পরিবারের লোকদের। অপরের দিকে ঘর বঞ্চিত ভূমিহীন রেনু বেগম ও লাবু মিয়া গত গত ০১/১১/২০২৩ইং তারিখে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সরকারি ভূমি কমিশনার পীরগঞ্জ কে লিখিত অভিযোগ দিয়ে দীর্ঘ প্রায় ৩ মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কোন সুরাহা পাননি বঞ্চিত ভূমিহীনরা।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান এর সঙ্গে কথা হলে তিনি জানান-আমি নতুন এসেছি আমার পীরগঞ্জে আশা পাঁচ মাস হচ্ছে। এখন পর্যন্ত আমি কোন ভূমিহীনদের ঘর বিতরণ করিনি এবং বিস্তারিত জানিনা। তবে ঘর না পেয়ে হার্ট অ্যাটাক এ  ভূমিহীনের মৃত্যু বিষয়টা খুবই দুঃখজনক। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। অপরের দিকে পীরগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার মো: তকী ফয়সাল তালুকদার এর সঙ্গে কথা হলে তিনি জানান -হ্যাঁ আমি এরকম একটা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হবে। অপরদিকে ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলামকে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

অপরদিকে ৪ নং কুমেদ পুর ইউনিয়নের ইউনিয়ন ভূমির কর্মকর্তা শওকত মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন -ভাই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে নতুন তালিকাটি দিয়ে পুরাতন নামগুলো বাদ দেয়ার কথা বলেছেন। আমি চেয়ারম্যানের কথামতো নামগুলো কেটে দিয়ে আবার নতুন করে জমা দিয়েছি। বিষয়টি নিয়ে এলাকার সুধী সমাজ চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূল শাস্তির দাবি করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com