Khoborerchokh logo

গাজীপুরে টিসিবি’র পণ্য পাওয়া গেলো দোকানীর গোডাউনে,আটক-১ 305 0

Khoborerchokh logo

গাজীপুরে টিসিবি’র পণ্য পাওয়া গেলো দোকানীর গোডাউনে,আটক-১

আলমগীর কবীরঃ
 রবিবার ২০ মার্চ ২০২২ইং রাত ১০ ঘটিকায় গাজীপুর মহানগরের ৩৫ নং ওয়ার্ডস্থ (কেবি বাজার) বোর্ড বাজারের মা জেনারেল স্টোরের গোডাউন থেকে ৩৭ জনের জন্য বরাদ্দকৃত টিসিবি’র পণ্য উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ও উপ পুলিশ পরিদর্শক নাদেরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ বোর্ডবাজারস্থ মা জেনারেল স্টোরের গোডাউনে বস্তাবন্দী অবস্থায় ৩৭ জনের জন্য বরাদ্দকৃত টিসিবি’র মালামাল চিনি,ডাল ও সয়াবিন তেল সহ দোকানের মালিক শাহীনকে আটক করে।  উপস্থিত মহুর্তে ঐ দোকানের অপর সত্বাধিকারী মোঃ শাহীনকে নাতেনাতে আটক করে পুলিশ । অবস্থা বেগতিক দেখে আশপাশে থাকা একই প্রতিষ্ঠানের অপর সত্বাধিকারী সাব্বির হোসেন পালিয়ে যায়।



উপস্থিত উৎসুক জনতা জানায়,৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্ল্যাহ আল মামুন মন্ডল এর সার্বিক তত্বাবধানে রেসনিং পদ্ধতির ন‌্যায় কার্ডের বিপরীতে টিসিবি’র পণ্য স্বল্প মূল্যে বিতরণ করার কথা। 
কিন্তু রাতের অন্ধকারে বাজারের দোকানে এসব পণ্য পাওয়া গেল।  এসব বস্তাবন্দী সরকার ঘোষিত স্বল্প মূল্যের টিসিবি’র বস্তাবন্দী চিনি,ডাল ও তেল এই দোকানে আসলো কিভাবে ? নিয়মানুযায়ী সরকার ঘোষিত এসব পণ্য নির্ধারিত ব্যক্তির মাধ্যমে নির্ধারিত স্থানে পাওয়ার কথা ছিল।
সাধারণ মানুষের প্রশ্ন এসব পণ্য খোলা বাজারে গেলো কিভাবে? নিশ্চয়ই দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির তদারকির অভাব নতুবা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট লোকজন এই অবৈধ কমর্কান্ডের সঙ্গে জড়িত। 
ঘটনাস্থলে নেতৃত্বে থাকা উপস্থিত গাছা থানা পুলিশ জানায়,এই অবৈধ কর্মকান্ডের সহিত যারা জড়িত ছায়া তদন্তের স্বার্থে এই মহুর্তে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। তবে খুব শীঘ্রয় অপরাধীদের আইনের আওতায় আনা হবে। 
এলাকাবাসী আরও জানান,আসন্ন পবিত্র মাহে রমজানকে পুজিঁ করে এক শ্রেনির অসাধু ব‌্যবসায়ীর পরস্পর যোগসাজসে মজুদ করার লক্ষে হেন কাজ করতে পারে ।


উল্লেখ নিত‌্য প্রয়োজনীয় পণ‌্যে বাজার উর্দ্ধমূখী হওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত । সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার স্বল্পমূল‌্যে টিসিবি“র পণ‌্য বাজারজাত করার মহতী উদ‌্যোগ গ্রহণ করেছে । সরকারের এমন উদ‌্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি । কিন্তু কিছু অসাধু ব‌্যবসায়ী,অধিক মুনাফা ভোগীদের চক্করে পড়ে সাধারণ মানুষ বিপাকে পড়েছে । পাশাপাশি অবৈধ কারবারীরা অসৎ পন্থা অবলম্বণ করে কোটিপতি বনে যাচ্ছে । এতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে  ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com