Khoborerchokh logo

পীরগঞ্জের অপহৃতা জুঁই মণিকে আদালতে সোপর্দ 101 0

Khoborerchokh logo

পীরগঞ্জের অপহৃতা জুঁই মণিকে আদালতে সোপর্দ

মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর)থেকে :
রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ হিন্দু সম্প্রদায়ের অপহৃতা যুবতী জুঁই মনি রায় কে উদ্ধার করে আদালতে সোপর্দ করেছে । গত ৩০ ডিসেম্বর যুবতী জুঁই মনি রায় অপহৃত হয়েছিল ।
পীরগঞ্জ থানা পুলিশ জানায়,উপজেলার চন্ডিদুয়ার গ্রামের  বাবলু মিয়ার পুত্র ফরহাদ হোসেনের সঙ্গে নিশ্চিন্তবাটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্রী জতিন চন্দ্র রায়ের মেয়ে সম্প্রতি অনুষ্ঠিত এইচ এসসি পরীক্ষাথী জুঁই মণি রায় এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । সম্পর্কের এক পর্যায়ে ৩০ ডিসেম্বর সন্ধার পর প্রেমিক ফরহাদ হোসেন জুই মণি রায়কে  অপহরণ করে নিয়ে যায় । এ ব্যাপারে  জুই মণি রায় এর পিতা জতিন চন্দ্র রায় পীরগঞ্জ থানায় একটা মামলা করে । যার নং-৪১ । এ মামলা দায়েরের পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদিপ্ত শাহিন মামলায় অভিযুক্ত ফরহাদ হোসেনের বাড়ী থেকে শুক্রবার দিবাগত রাতে জুই মণিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
ফরহাদের পরিবার দাবী করেন জুঁই মণি স্বে”ছায় ফরহাদের বাড়ীতে এসেছিল এবং তারা বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়াম্যানকে অবগত করেছিল । 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদিপ্ত শাহিন বলেন, শনিবার জুঁই মণিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com