Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে অবরোধের সমর্থনে জামায়াতের রেললাইন অবরোধ 226 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে অবরোধের সমর্থনে জামায়াতের রেললাইন অবরোধ

কামাল উদ্দিন:
গাজীপুর মহানগরের টঙ্গীতে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের সমর্থনে রেললাইন অবরোধ করেছে গাজীপুর মহানগর দক্ষিণ অঞ্চল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সোমবার সকালে টঙ্গী বনমাল রেলগেইটে আধা ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মো. আফজাল হোসাইন, টঙ্গী মডেল থানা জামায়াতের আমীর মো, নেয়ামত উল্লাহ শাকের। এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমান, আশরাফুল আলম রাজু প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বনমালা,দত্তপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বনমালা রোডের মাথা এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন,সারাদেশে অবরোধ চলছে, চলবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর মহানগরের সকল নেতৃবৃন্দ রাজপথে থাকবো। যতদিন না কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানাই।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com