Khoborerchokh logo

পীরগঞ্জে দু’স্ত্রীকে ফেলে কলেজ ছাত্রীকে নিয়ে উধাও 210 0

Khoborerchokh logo

পীরগঞ্জে দু’স্ত্রীকে ফেলে কলেজ ছাত্রীকে নিয়ে উধাও

পীরগঞ্জ (রংপুর)থেকে মোস্তফা মিয়া :
পীরগঞ্জে দু’স্ত্রীকে ফেলে রেখে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যেপাড়ি জমিয়েছে রাশেদুল ইসলাম ইমন (৩২) নামের এক লম্পট। সে উপজেলার মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের সাজু খাঁ’র পুত্র। তার দু’স্ত্রীর সংসারে ২জন পুত্র সন্তানও রয়েছে। এ ঘটনায় রাশেদুল ইসলাম ইমনের বিরুদ্ধে তার ২য় স্ত্রী লাবনী বেগম ও কলেজ ছাত্রীর পিতা আবুল কাশেম পীরগঞ্জ থানায় পৃথক পৃথক দু’টি লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবার ও ক্ষুব্ধ গ্রামবাসী জানায়,রাশেদুল ইসলাম ইমন নিজকে পুলিশের সোর্স দাবি করে এলাকায় নানা ধরণের অপকর্ম করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা ভয়-ভীতি দেখাতো। সে প্রায় বছর পাঁচেক পূর্বে বরিশালে আছমা বেগম নামের এক তরুণীকে প্রথম বিয়ে করে। বিয়ের ৩ বছর পুরতে না পুরতে এক পুত্র সন্তানসহ আছমাকে শারিরীক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে রাশেদুল ইসলাম ইমনের লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী হতদরিদ্র ভ্যানচালক লাল মিয়ার সুন্দরী চক্ষু প্রতিবন্ধী ষোড়শী কন্যা লাবনী খাতুনের দিকে। তাকে নানা ভাবে ফুসলিয়ে প্রায় ২ বছর পূর্বে বাড়ি সংলগ্ন আখক্ষেতে ডেকে নিয়ে বলপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন উভয় পরিবারের সম্মতিক্রমে লাবনী ও রাশেদুল ইসলাম ইমনের বিয়ে দেয়। বিয়ের পর থেকেই লাবনী’র উপর চলতে থাকে অবর্ণনীয় শারিরীক ও মানষিক নির্যাতন। চক্ষু প্রতিবন্ধী হলেও লাবনী সংসারের সকল কাজেই করতে পারতো। এমন কি তাকে দিয়ে জমির ধান কাটা-মাড়াইয়ে কাজও করাতো রাশেদুল। সংসার টেকাতে লাবনীও কলুর বলদের মত সব কাজেই করতো। এতেও মন গলেনি পাষন্ড স্বামী রাশেদুল ইসলাম ইমনের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনেই শারিরীক নির্যাতন করতো। এরই মধ্যে লাবনী ৩মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

অন্তঃসত্ত্বার বিষয়টি রাশেদুল জানার পর থেকেই পেটের বাচ্চা নষ্টের জন্য লাবনীক চাপ দিতে থাকে। লাবনী এতে অস্বীকৃতি জানালে রাশেদুল নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে লাবনী তার অসহায় বাবার বাড়িতে আশ্রয় নেয়। প্রায় দেড় মাস পূর্বে লাবনী একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করে। ভরণ-পোষন দুরের কথা রাশেদুল তার স্ত্রী-পুত্রকে দেখতেও আসেনি। লাবনী জানায়,আমরা গরীব মানুষ। টাকা-পয়সার অভাবে মামলা মোকদ্দমায় যেতে পারছিনা। তবে পীরগঞ্জ থানায় গত ১৭ ডিসেম্বর রাশেদুলের বিরুদ্ধে ১টি লিখিত অভিযোগ করেছি।

অপর দিকে গত শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে একই গ্রামের (বড় ফলিয়া) প্রতিবেশী আবুল কাশেম মিয়ার কলেজ পড়ুয়া কন্যা স্বপ্না বেগম বাড়ি সংলগ্ন আখক্ষেতে প্রকৃতির ডাক সারতে গেলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা লম্পট রাশেদুল স্বপ্নাকে বলপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা প্রতিবেশী ৩ মহিলা দেখতে পেয়ে স্বপ্নার পরিবারকে জানায়। এ নিয়ে স্বপ্নার বাবা-মা তাকে গাল-মন্দ করলে স্বপ্না ঐদিন সন্ধ্যায় ধর্ষক রাশেদুলের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষিপ্ত গ্রামবাসীর ভয়ে রাশেদুল গা ঢাকা দেয়। এক পর্যায়ে গভীর রাতে সকলের অজান্তে রাশেদুল কলেজ ছাত্রী স্বপ্নাকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ব্যাপারে স্বপ্নার বাবা আবুল কাশেম মিয়া বাদী হয়ে একই দিনে থানায় লিখিত অভিযোগ করেছে।

এ ব্যাপারে সাব-ইন্সপেক্টর জামিউল ইসলাম দুটি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন,আমি অদ্যই অভিযোগ দুটি তদন্তে যাব। রাশেদুল পুলিশের সোর্স এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com