গাইবান্ধা ক্রয়কৃত জমি বেদখল করার উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট 62 0
গাইবান্ধা ক্রয়কৃত জমি বেদখল করার উদ্দেশ্যে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
গাইবান্ধা থেকে,তানিন আফরিন :
গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া মিয়াবাড়ী রোডের ক্রায়কৃত জমি জমার বিরোধের জের ধরে আনিসুর রহমানের বাড়িঘর ভাঙচুর লুটপাঠ করে দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মিলন মিয়া, সাইদুর রহমান মেয়ে মেরিনা বেগম মেয়ে জামাই মোস্তাফিজুর রহমানসহ ১৫ থেকে ২০ জন ভাড়া করা গুন্ডাবাহিনী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিতভাবে গতরাত্রি আনুমানিক ০৭:৩০ মিনিটের দিকে আনিসুর রহমানের বাড়িতে হামলা চালায়।
সে সময় তার বাড়ির আঙ্গিনায় থাকা ১০ ফল গাছ কেটে ফেলে,ঘরবাড়ি ভাঙচুর করে ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করে। ঘড়ে ভিতরে আলমারিতে থেকে নগদ টাকা ও স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়। আনিসুর রহমান বলেন, আমি ২০২০ সালে ডিসেম্বর মাসে আমির উদ্দিনের কাছ থেকে জমি ক্রয় করি, বাড়ি ঘর তৈরি করে বসত করে আসছি, হঠাৎ করে তার ছেলে মেয়েরা,জোরপূর্বক ভাবে সন্ত্রাস বাহিনী দিয়ে,আমার বাড়িঘর দখল করার উদ্দেশ্যে হঠাৎ করে হামলা চালায় ।
আমরা স্বামী-স্ত্রীর জীবন ভিক্ষা চেয়ে সেখান থেকে পালিয়ে যাই,তিনি আরও বলেন আমার সব মিলে প্রায় ৭ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গাইবান্ধায় জেলায় অস্থায় ক্যাম্পের আর্মির কমান্ডার এর কাছে অভিযোগ করেন। তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায়।