টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন 89 0
টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
বশির আলম,টঙ্গী থেকে:
গাজীপুরের টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫৪নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ ও যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেনের যৌথ স্বাক্ষরে ১৬ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে পারভেজ খানকে সভাপতি ও মো. পুসন পারভেজকে সম্পাদক করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে হাসিবুর রহমান, শওকত খান, মেরাজুল ইসলাম ও সহ-সম্পাদক পদে রয়েছেন পাভেল ইসলাম, সাফিন ও ফরহাদ হোসেন। কমিটিতে সদস্য পদে রয়েছেন শাকিল খান, জাহিদ মিয়া, মো. কাউসার, হিমেল মাহমুদ, রায়হান হোসেন, মেহেদী হোসেন, রায়হান মাসুদ ও রিয়াদ হাসান।
এসময় মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম ফরহাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজীবন স্মৃতি সংরক্ষন ও দলকে আরও শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।