Khoborerchokh logo

গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে গুদামে মিললো ২০৫৮ লিটার সয়াবিন তেল 284 0

Khoborerchokh logo

গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে গুদামে মিললো ২০৫৮ লিটার সয়াবিন তেল

আলমগীর কবীর:
মঙ্গলবার১০মে ২০২২ইং গাজীপুর মহানগরের বোর্ডবাজারের এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে দুই হাজার ৫৮ লিটার ভোজ‌্যজাত সয়াবিন তেল জব্দ করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেসার্স মনির ট্রেডার্সের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০মে) ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার মণ্ডল এ আদেশ দেন।আদালত সূত্র জানায়,মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুরের বোর্ড বাজারে মেসার্স মনির ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঐ ভোজ‌্যজাত তেলের ৫ লিটারের প্রতি প্যাকেট ৫৬০ টাকা ও অন্য সাইজের প‌্যাকেটজাত তেল পূর্বের বাজারদর অনুযায়ী স্থানীয় ক্রেতাদের নিকট বিক্রি করে দেওয়া হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com