Khoborerchokh logo

গাজীপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ 162 0

Khoborerchokh logo

গাজীপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ

আলমগীর কবীর:
শুক্রবার ৩ মে ২০২৪ইং সকাল ১১.০০টার দিকে গাজীপুরের জয়দেবপুর স্টেশনের দক্ষিন পাশস্থ কাজীবাড়ী নামক স্থানে  যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে একটি বগি দুমড়ে মুচড়ে যায় ।


এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধার সহায়তায় বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) থেকে উপ অধিনায়ক এর  নেতৃত্বে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ঢাকা-জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজের সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীশূন্য ট্রেনটি ঢাকায় ফিরছিল। অন্যদিকে তেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে। এ সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com