Khoborerchokh logo

সাঘাটায় অনলাইন জুয়ার নেশায় বন্ধুর হাতে বন্ধু খুন 73 0

Khoborerchokh logo

অনলাইন জুয়ার নেশায় খুন হলো জাকারিয়া হোসেন সম্রাট

মোহাম্মদ আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকারিয়া হোসেন সম্রাট(১৭) অনলাইনে জুয়া খেলার টাকা কে কেন্দ্র করে  বন্ধুর হাতে বন্ধু খুন ।

জানা যায় উপজেলার পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর ছেলে  রিফাত হোসেন(১৯) এর সাথে একই উপজেলার বাংলা বাজার এলাকার জাকারিয়া হোসেন সম্রাট একই বিদ্যালয়ে পড়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই অনলাইন জুয়া খেলে । খেলার এক পর্যায়ে জাকারিয়া হোসেন সম্রাট অনলাইনে জুয়া খেলে টাকা হারলে রিফাতের কাছে তার শখের ক্যামেরা বন্ধক রাখে, কিছুদিন অতিবাহিত হয়ে গেলে রিফাত অনলাইন জুয়া খেলে সেও টাকা হারে এবং বন্ধুর কাছ থেকে বন্ধক নেয়া ক্যামেরা অন্য আরেক জনের কাছে বিক্রি করে।

সম্রাট মিয়ার টাকা জোগার হলে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসে। রিফাত ক্যামেরাটি অন্য জনের কাছে বিক্রি করায় সে ক্যামেরা ফেরত দিতে পারে না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ১৭ এপ্রিল সন্ধ্যায়  সম্রাট কে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে রিফাত । সেই দিন থেকেই সম্রাট নিখোঁজ। এ নিয়ে থানায় সাধারণ জিডি করে সম্রাটের মা-বাবা এরই ভিত্তিতে শুক্রবার  বিকালে রিফাতকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে ওই রাতে রিফাত কে হত্যা করে এবং বাড়ির পাশে পায়খানার সেফটি ট্যাংকির ভেতরে রেখে দেয়।


পুলিশ রিফাত কে সাথে নিয়ে ঘটনার স্থানে যায় রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাং থেকে সম্রাটের লাশটি উদ্ধার করে। পুলিশ সুরহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরর্গে পাঠানো হয়েছে । পরে জাকারিয়ার মা মিনি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ রিফাত (১৯) নামের এক যুবক কে গ্রেফতার করেছেন।এ বিষয়ে সাঘাটা  থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান,তদন্ত করে হত্যার সাথে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com