Khoborerchokh logo

টঙ্গী পশ্চিম থানা বিএনপির বিক্ষোভ মিছিল,আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে 91 0

Khoborerchokh logo

টঙ্গী পশ্চিম থানা বিএনপির বিক্ষোভ মিছিল,আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে

বশির আলম :
আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর  মহানগর টঙ্গী  মেট্রো পশ্চিম থানা  বিএনপির বিক্ষোভ মিছিল । রোববার টঙ্গী চেরাগ আলী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি করেছে  বিএনপি। দলটি যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য  শনিবার ৯ নভেম্বর  রাত থেক ১০ নভেম্বর বিকেল পর্যন্ত বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন যুবদল স্বেচ্ছাসেবক দল  ছাত্রদল তাঁতি দল নেতা-কর্মীরা।


ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর সারা দেশে উত্তেজনা সৃষ্টি করে। এরই অংশ হিসেবে গাজীপুর টঙ্গী বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত  টঙ্গী কলেজ গেট চেরাগ আলী স্টেশন রোড টঙ্গী বাজার,  গাজীপুরা, হোসেন মার্কেট, এরশাদনগর  এলাকায় ছাত্রদলসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে।  

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আয়োজনে ভোর পাঁচটা থেকে  দুপুর পর্যন্ত চেরাগআলী এলাকায়  শত শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে  এ সময় টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন সংক্ষিপ্ত সমাবেশে বলেন, শেখ হাসিনা ৫ আগস্ট অপরাহ্ণ থেকে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য  জনতার বিজয়কে নসাৎ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছেন।

এর সর্বশেষ প্রতীক তাঁর ভিডিও বার্তা (ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ আয়োজনের কল রেকর্ড) এ রকম আজগুবি, উদ্ভট ষড়যন্ত্র একমাত্র শেখ হাসিনার মাথা ছাড়া আর কারও কাছে পাওয়া যাবে না। তিনি এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন,কেউ বিশৃঙ্খলা চেষ্টা করলে কঠোর হস্ত দমন করা হবে, আপনারা সজাগ থাকবেন ,ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ পাগলা কুকুর হয়ে গেছে ওরা যে অন্যায় করেছে জনগণ তার উচিত জবাব দিবে । বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব  আসাদুজ্জামান নুর ( বিপি আসাদ), আজিজুল হক রাজু মাস্টার ,সাদেক হোসেন সাইফুল আকতার,ভাসানী,লিটন, জসিম,জাকির, ইমতিয়াজ হোসেন জিম প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com