Khoborerchokh logo

গাইবান্ধায় সকল পুলিশী কার্যক্রম শুরু 89 0

Khoborerchokh logo

গাইবান্ধায় সকল পুলিশী কার্যক্রম শুরু

গাইবান্ধা থেকে,তানিন আফরিন :

গাইবান্ধার ৭টি থানাসহ জেলার সকল পুলিশি কার্যক্রম পুরোদমে শুরম্ন হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানান, পুলিশ সুপার মো. কামাল হোসেন। তিনি বলেন, দেশের চলমান পরিসি'তি কারণে গত কয়েক দিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স'গিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। তবে সোমবার থেকে পুরোদমে জেলার সকল পুলিশী কার্যক্রম শুরম্ন করা হলো। 

গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরম্ন হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন।

উলেস্নখ্য, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যনত্ম রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে পুলিশি কার্যক্রম বন্ধ ছিল।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com