গাজীপুরের সিটি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন
মোঃ আশরাফুল আলম মন্ডল,গাজীপুর :
রবিবার ১২জুন ২০২২ইং সকালেগাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ডবাজারে সিটি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মো. আসাদুজ্জামান আসাদ,মো. লোকমান হোসেন, আনিসুর রহমান,আশরাফুল আলম মন্ডল,আবুল বাশার নিপু, খন্দকার মো. নাসির উদ্দিন,মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তৃতায় সিটি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন,সমাজের স্বচ্ছল বা ধনীরা সামান্য অসুখেই রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। কিন্তু এর বিপরীতে অস্বচ্ছলতার কারণে গরিব মানুষ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে না পেরে একপর্যায়ে বড় জটিলতা নিয়ে হাসপাতালে ছুটে যান। এতে দীর্ঘ মেয়াদী ভোগান্তি ছাড়াও জীবন সংহারের আশঙ্কা থাকে। ফলে সেদিকটা বিবেচনায় রেখে অত্র এলাকায় নিম্ম আয়ের শ্রমজীবী মানুষের সাধ্যের মধ্যে স্বল্প খরচে রোগ নির্ণয়ের জন্য বিগত ২০১৫ সালে অত্র প্রতিষ্ঠান গড়ে তুলা হয়। ব্যবসায়িকভাব মুনাফা লাভের জন্য নয়, বরং সেবার মানসিকতা নিয়েই সিটি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক আশরাফুল আলম মন্ডল বলেন,মহান আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম ঘোষণা করেছেন। সুদ থেকে বেঁচে থাকতে ও একইসাথে মানুষের স্বাস্থ্যসেবার মানসিকতা নিয়েই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।