জিএমপি‘র গাছা থানায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।
মোছাদ্দিকুর রহমান মুছা
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। গতকাল রবিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রামদা,সুইজগিয়ার, স্ক্রু ড্রাইভার এবং একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার রওশন সড়ক এলাকার জনৈক স্বাধীনের বাড়ীর ভাড়াটিয়া রাসেল ইসলাম (২৫), টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার মিজানের বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার মন্ডলের ছেলে রাজু মন্ডল ওরফে সাজ মন্ডল (২১) ও মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার আব্দুর রহমানের ছেলে রাসেল (২৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাফায়েত ওসমান শরীফপুর সোন্ডা আনু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের সহযোগী আরো ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।