গাজীপুরের টঙ্গীতে ফের বেপরোয়া সন্ত্রাসী হযরত বাহীনী,যুবকের উপর হামলা
শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
গাজীপুরে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগীতা না করায় শীর্ষ সন্ত্রাসী হযরত তার বাহিনীর হামলার শিকার হয়েছে ইয়ামিন (২১) নামক এক যুবক। সন্ত্রাসী হামলায় হযরতের সুইচ গিয়ারের আঘাতে গুরুতর আহত হয়েছে ইয়ামিন। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় গত শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ইয়ামিন। আহত ইয়ামিন গুরুতর আহত অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইতি পূর্বেও হযরত বাহিনীর হামলার শিকার হয়েছিল ইয়ামিন। সেসময় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করলেও পুনরায় হামলা ও জীবনের নিরাপত্তার শঙ্কায় ইয়ামিন বর্তমানে নিজ বাড়িতে থাকতে ভয় পাচ্ছে জানান ইয়ামিন।
এরশাদ নগরের স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, হযরত দীর্ঘদিন যাবৎ এরশাদনগর ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় হযরতের রয়েছে সন্ত্রাসী বাহিনী। হযরত মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ও বিভিন্ন অপরাধীদের সেল্টার দাতা। হযরতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে দাবী করেন এলাকাবাসী। ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সরদারের উপর সন্ত্রাসী হামলা করায় গত ৩ই ডিসেম্বর ২০১৮ইং তারিখে শীর্ষ সন্ত্রাসী হযরত ও তার বাহিনীর একাধিক সন্ত্রাসীর নামে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে (মামলা নং - ০৬/১৮৮)। ইতি পূর্বে বিদেশী পিস্তল হাতে মহরা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবিষয়ে গত ৩০শে সেপ্টেম্বর ২০২০ইং তারিখে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।