বন্য প্রাণী তক্ষকসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জিএমপি'র বাসন থানা পুলিশ
রনি আহমেদ:
মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ইং জিএমপির বাসন থানাধীন মহানগর এলাকায় আউটপাড়া থেকে বিলুপ্ত প্রায় বন্য প্রাণী তক্ষকসহএকটি অসাধু পাচারকারী চক্রের ৩ সদস্যকে কৌশলে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ । গোপন সংবাদের সূত্রধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানতে পারে বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষক পাচার হচ্ছে । তথ্য বিশ্লেষন করে গত ২০/১২/২০২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম এর নেতৃত্বে এসআই/মোঃ সাখাওয়াত হোসেন এর সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক দল বাসন থানাধীন আউটপাড়া এলাকায় অবস্থান করে। বেলা ১১.৫০ ঘটিকার সময় বাসন থানাধীন আউটপাড়া এলাকার সিদ্দিক হাজীর মালিকানাধীন জনৈক রফিক এর ফার্নিচারের দোকানের সামনে থেকে ১ (এক) টি তক্ষকসহ আসামী ১। মোঃ মাসুদ রানা (৫৩) ২। মোঃ ইদ্রিস আলী (৪৮) ৩। মোঃ শাহিন আলম (৪২) গ্রেফতার করে। তক্ষক পাচারকারী চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে বাসন থানায় মামলা রুজু করা হয়েছে।