গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাত কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী নাজমুল গংদের বিরুদ্ধে
:জিএমপি'র পূবাইল থানাধীন হাযদারাবাদ মধ্যহাজিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লোকমান হোসেন নামের এক যুবককে এলোপাতাড়ি মারধর ও হাতের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার নাজমুল, জামাল হোসেন ও নুরুল আমিনের বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে জিএমপি পূবাইল থানার হায়দারবাদ এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাজার করার উদেশ্য বাড়ি থেকে হান্নান মার্কেটে যাওয়ার পথে নান্নুর চায়ের দোকানের সামনে পৌছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোকমানের পথরোধ করে দেশীয় অস্ত্র ধারালো ছুরি ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় উল্লেখিত সন্ত্রাসীরা হত্যার চেষ্টা চালিয়ে ডান হাতের কজ্বির রগ কেটে ফেলে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার বিকেল লোকমানের বোন আকলিমা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে জিএমপি'র পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী লোকমানের বোন আকলিমা জানান, প্রতিবেশী নুরুল আমিনের ছেলে নাজমুল, মৃত আব্দুল মালেকের ছেলে জামাল ও নুরুল আমিন ভূয়া দলিলের মাধ্যমে আমার বাবার পৈতৃক সম্পত্তি জরব দখলের চেষ্টায় লিপ্ত থেকে অহেতুক ঝামেলা করছে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।