সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৩৬ সময়
গাজীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন !
রনি আহম্মদ
সারা দেশের মত গাজিপুরে কেক কেটে, কম্বল বিতরণ, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লা খাঁন।মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।পরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও গরীব, মেহনতি মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।