মহানগরীর টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত
গাজীপুর মহানগরী এলাকার টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। শিক্ষক প্রতিনিধি নাজমুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিবা শাখার শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, প্রভাতী শাখার শিফট ইনচার্জ নাসির উদ্দিন, মাওলানা জিয়াউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সাত্তার, মাসুদ রানা, জাকির হোসেন, শাহাদাৎ হোসেন, সিদ্দিকুর রহমান, নূর মোহাম্মদ চঞ্চল, রোকসানা আক্তার, আফরিনা আরজু, রাজিয়া খাতুন, সোনিয়া সুলতানা প্রমুখ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।