জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরের বহিষ্কৃত যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে করা চারটি মামলার মধ্যে আগের দুটি ও মাদক মামলাসহ মোট তিনটিতেই জামিন পেলেন।
সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। দশ হাজার টাকা মুচলেখায় জামিন মঞ্জুর করা হয়, রাষ্ট্রপক্ষের কৌশলি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
২০১৯ সালের ৭ অক্টোবর রমনা থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য আইনে দুইটি পৃথকভাবে মামলা করা হয়। অন্যদিকে অবৈধভাবে অর্জিত ১৯৫ কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচারের অভিযোগে একটি মামলা করা হয়। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রমনা থানায় সিআডি মামলাটি করেন। সাবেক যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে অবৈধ অর্থ সম্পদের। তার বিরুদ্ধে চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেলেন ক্যাসিনো সম্রাট বাকি রইল একটি মামলা। এর আগে (১০ এপ্রিল) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অর্থপাচার মামলায় ও ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদলতের বিচারক অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সম্রাটকে আদালতে হাজির করে রমনা থানার মানিলন্ডরিং আইনের মামলায় তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
সম্রাটের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করে রিমান্ডের জোড় দাবি করে শানানি করেন।
সম্রাটের পক্ষে সোমবার জামিন শুনানিতে ছিলেন তার আইনজীবী এহেসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জামিনের বিরোধিতা করেন।
সমাজী বলেন, এখন পর্যন্ত সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। গতকাল অস্ত্র ও অর্থপাচারের মামলা দুটিতে জামিন পেয়েছে। আজ মাদক মামলাতেও জামিন পেলেন। আর একটি মামলা আছে দুদকের। ‘‘ওই মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন। আশা করছি, শিগগিরই তিনি জামিন নিয়ে কারা মুক্ত হবেন।