আলমগীর কবীর:
শনিবার ২১মে ২০২২ইং গাজীপুর মহানগরের ৩৮ নং ওয়ার্ডস্থ খাইলকুর এলাকায় ভাওয়ালবীর খ্যাত গাজীপুরের মাটি ও মানুষের সার্বজনীন নেতা,বিপুল ভোটে নির্বাচিত এমপি,জাতীয় সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টারের ১৮ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা অনুষ্ঠান উপলক্ষে গাজীপুর মহানগরের ৩৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ,আহবায়ক ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুবও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি,প্রধান অতিথির বক্তবে তিনি বলেন,গাজীপুরের মাটি ও মানুষের নেতা ছিলেন আমার বাবা শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার,তার ১৮তম মৃত্যু বাষির্কীতে আপনারা যে আয়োজন করেছেন আমি ধন্য । আয়োজকদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি । উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ এর
প্রস্তাব মতে অত্র এলাকায় বড় ধরণের কোন মাঠ না থাকায়,বড় ধরনের কোন সভা সমাবেশ করা যাচ্ছে না,কথা সত্য । খেলাধুলাসহ বড় সভা সমাবেশ করার জন্য কমপক্ষে ৮ থেকে ৯ একর জমি প্রয়োজন । সেই জমি আমাকে দেখান,বাকী সব ব্যবস্থা আমি করে দিবো ।
তিনি আরও বলেন,বিএনপি, জামায়াতের মিথ্যা গুজবে কান দিবেন না । তারা মিথ্যা প্রপাকান্ডা ছড়ানোর ওস্তাদ ।তারা বলেছিলেন,জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা সম্ভব নয় ।
এটা রুপকথার গল্প নয়,বাস্তবতা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্প নিজস্ব অর্থায়নে আমরা বাস্তবায়ন করেছি । ইনশাল্লাহ্ আগামী জুন ২০২২ইং এর শুভ উদ্ভোধন হতে যাচ্ছে । শেখ হাসিনার সরকার পারে না এমন কোন কাজ নেই । জনগনের জন্য যাকিছু মঙ্গলজনক,কল্যানকর আমরা তাই করছি ।জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন,আদর্শগুলোকে বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করছি ।
দুর্যোগপুর্ণ আবহাওয়া ও সময় স্বল্পতার কারনে,সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান আলোচক,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি,এ্যাড. আলহাজ্ব আজমত উল্ল্যা খান,মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপন,মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,জনাব আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,এ্যাড. মহী উদ্দীন মহী,জিএমপি'র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইসমাইল হোসেন,মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক,সাইফুল ইসলাম,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মো.মনিরুজ্জামানসহ আওয়ামীগের অঙ্গ সংগঠন কৃষকলীগ,শ্রমিকলীগ,তাঁতীলীগ,ছাত্রলীগ,আওয়ামী যুবলীগ নেতাবৃন্দ।
এছাড়াও উপস্থিতি ছিলেন অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।