কুষ্টিয়ায় ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজা আটক
এস এম বাদল, কুষ্টিয়া থেকে:
কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা মন্ডল(৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।রবিবার সকালে মিরপুর থানার আমলা ইউনিয়নের অন্জনগাছি থেকে তাকে আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এক মাদকব্যবসায়ী মোটরসাইকেল যোগে গাঁজা বহন করছে,এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই কেজি গাঁজাসহ রাজাকে আটক করা হয়। এছাড়াও মাদক বহন করা পালসার ১৫০ সিসির একটি অন টেস্ট গাড়ি,নগদ ৩ হাজার টাকা ও একটি স্যামসাং বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রাশেদুল আলম।