সাঘাটায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সাথে মতবিনিময় সভা
আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সাঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০শে অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার সহ, সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন।