সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:২৯ সময়
গাজীপুরের চারটি পয়েন্টে প্রবেশ-বাহিরে নিয়ন্ত্রণ, চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি পুলিশ ।
রাজধানী ঢাকার মতো গাজীপুরেও মানুষের প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ আরোপ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
গত সোমবার সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চারটি চেকপোস্ট বসানো হয়েছে।
জিএমপির ট্রাফিক বিভাগ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহান বলেন, বিনা প্রয়োজনে-অকারণে মানুষকে এখন চলাচল করতে দেয়া হচ্ছে না। অন্য জায়গা থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষ যেন বিনা প্রয়োজনে বাইরে না বের হয় এগুলো নিশ্চিত করা হচ্ছে।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় (আনারকলি ক্রসিং), টঙ্গী-ঘোড়াশাল ও ঢাকা বাইপাস সড়কের মীরের বাজার চৌরাস্তা মোড়ে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেট (ফ্লাইওভার সংলগ্ন) চেকপোস্ট বসানো হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত গাজীপুরে প্রবেশ বা গাজীপুরে থেকে বাহিরে যেতে না পারেন।