জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশের তৎপরতায়,ছিনতাইকারী চক্রের মুলহোতাকে গ্রেপ্তার
:-জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশের তৎপরতায় গাজীপুরা -টঙ্গী এলাকার ছিনতাইকারী চক্রের মুলহোতা ভুট্রোকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ । দেখে বুঝার উপায় নেই এর এত ভয়ংকর রূপ। চালচলন,পোশাক আশাক দেখে যে কেউ মনে করবেন ধনীর দুলাল। আচার ব্যবহারে পাওয়া যায় স্মার্টনেস। কিন্তু রাত বাড়ার সাথে সাথে এদের মতোই আরো কিছু বন্ধুরা তৎপর হয়ে উঠে ভয়ংকররূপে। রাস্তাঘাটে চলাচল করা মানুষের মালামাল যেন ওদের নিজের। ছবির যে ছেলেটিকে দেখছেন এই গ্রুপের মূলহোতা সে। নাম ভুট্টো,পেশায় ৪২০(ফোর টুয়েন্টি ) ।ভুট্রো তার ছোটবেলায় হারিয়েছে পিতাকে। অভাবেও সংসারে বেছে নিয়েছে চিটারি ও অন্যের জিনিস লুট করা। ছোট থাকতে ডানপিটে থাকায় দ্রুত সে অন্ধকার জগতে প্রবেশ করে। গড়ে তোলে তার নিজস্ব বাহিনী।এদের নিজেদের টঙ্গী এলাকায় নানা জায়গায় দাপিয়ে বেড়ায় এবং সন্ধার পরপরই এরা হাইওয়েতে চলাচল করা প্রাইভেটকার,পন্যবাহী কাভার্ড ভ্যানের সাথে ইচ্ছে করে তাদের প্রাইভেট কার বা বাইকের সাথে ধাক্কা লাগায় এবং গাড়ীটিকে আটকায় বকাবকি করে,এই অবস্থায় তাদের সাথে পূর্বপরিকল্পিত ভাবে তাদের আরো সদস্যরা যোগদান করে ফিল্মি স্টাইলে এবং তর্কাতর্কি, হাতাহাতির এক পর্যায়ে রড,সুইচ গিয়ার ও ধারালো অস্ত্র ইত্যাদি দেখিয়ে এবং অনেক ক্ষেত্রে আক্রমন করে তাদের সর্বস্ব লুটে নেয়।এই টাকার পুরোটাই খরচ করে আনন্দফূর্তি,মাদকগ্রহন ও ঘোরাঘুরি করে।
গত ২৩/৭/২১ ইং তারিখে টংগী পশ্চিম থানায় একটি চুরি মামলা রেকর্ড হয় যার মামলা নং ২৩(৭)২১ ধরা -৪৬১/৩৮০ পেনাল কোড,আসামী ছিলো অজ্ঞাত।অজ্ঞাতনামা আসামীরা গভীর রাতে দোকানের টিনের চাল কেটে দোকানে ঢুকে প্রায় আড়াই লাখ টাকার সিগারেট ও নগদ দশ হাজার টাকা নিয়ে যায়।তথ্য প্রযুক্তির সহায়তায় এই মামলাটি তদন্তের পর বেরিয়ে আসে ভুট্টো গ্রুপের নাম।এদের অপতৎপরতায় সাধারন মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠলে উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) জনাব ইলতুৎমিশ,এডিসি হাসিবুল হাসান,এসি পীযুষ দে ,এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহআলমএর দিকনির্দেশনায় গত ২৯/৮/২১ ইং তারিখ সকাল ৭:৩০ ঘটিকার সময় ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের আভিযানিক টিম আসামী ভুট্টোকে গ্রেফতার করে।আসামী ভুট্টো তাহার দোষ স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
রাস্তাঘাটে চলাচল করা মানুষজনদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করার পাশাপাশি,এই সংক্রান্ত ব্যাপারে পুলিশ কে তথ্য প্রদান ও সহযোগিতা করার আহবান জানান জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশ ।