গাজীপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেপ্তার ১
নিজস্ব পতিবেদক:
গাজীপুরে চোরাই মোটরসাইকেল সহ ১ চোরকে গ্রেফতার করেছে জিএমপি‘র কোনাবাড়ী থানা পুলিশ। গতকাল গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)' কোনাবাড়ী থানাধীন ৭নং ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায় অভিযান চালিয়ে চোর ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর সিরাজগঞ্জ জেলার, কাজিপুর থানার, পানাগারি গ্রামের মোঃ ফজলুল হক লিটনের ছেলে মোঃ সুমন রানা(২২)।
পুলিশ জানায়, কোনাবাড়ীর ৭নং ওয়ার্ডের জরুন এলাকার রিফাত ফার্মেসীর সামনে থেকে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও তার বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।