বগুড়ার সোনাতলা থানাধীন পাকুল্লা এলাকায় বালু বহনকারী ট্রলি চাপায় এক স্কুল ছাত্র নিহত ।
বগুড়ায় বালু দস্যুদের ট্রলিতে চাপা পড়ে নিহত হলো এক স্কুল ছাত্র । স্থানীয় প্রশাসনের নজরদারী ও অবহেলার কারনে জেলার বিভিন্ন স্থানে ভূমি দস্যু বালু ও মাটি দস্যুদের অপতৎপরতা প্রকাশ্য চলছে অবাধে। প্রকাশ্য দিনের বেলায় ওই সব দস্যুদের ট্রাক ট্রলি গাড়ীর চাপায় হরহামেশা প্রনিহানীর ঘটনা চললেও দেখার কেউ নেই ।
এমনি এক ঘটনায় এবার সোনাতলায় যমুনার চরে অবৈধ বালু বহনকারী ট্রলির চাপায় স্বাধীন (১৩)নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক পোনে ৫টার দিকে সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় যমুনার নদীর চরে ।নিহত স্বাধীন পার্শ্ববর্তী মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী তালতলা গ্রামের দিন মজুর অজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাধীন তার কয়কজন বন্ধুদের সাথে বাড়ি থেকে অল্প দূরে এলাকার যমুনার চরে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সেখান থেকে ফেরার পথে তারা চরে বালু বহনকারী ট্রলির চালকের পাশে বসেছিল। কিছুদূর আসার পর ঝাকিতে স্বাধীন ট্রলি থেকে নিচে পড়ে যায়। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনাতলা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায় ,ঘটনার পর পরই ট্রলি চালক পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনার পর নিহত স্বাধিনের স্বজনেরা লাশ তাদের হেফাজতে নিয়ে গেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে আসে।