সাঘাটায় প্রতারক চক্রের মুলহুতা জয় সহ সাত জুয়ারী গ্রেফতার - প্রতারণা কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার
আনোয়ার হোসেন রানা সাঘাটা (গাইবান্ধার থেকেঃ
সাঘাটা (গাইবান্ধার) প্রতিনিধিঃ গাইবান্ধার জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় সাঘাটা থানার বিশেষ অভিযানে সাঘাটা উপজেলায় প্রতারক চক্রের মুলহাতা জয় কে গ্রেফতার করেন থানা পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যলয়ে প্রেস ব্রেফিং করেন পুলিশ সুপার কামাল হোসেন (বিপিএম)। পুলিশ সুত্রে জানাগেছে প্রতারক চক্রের মূলহোতার প্রতারণা কাজে ব্যবহৃত মৃত্যু মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় জয়নুল আবেদীন জয় (৪৩) নামের প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জের কাছে এ তথ্য জানা যায় । গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের হাছান আলী ব্যপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়ের বাড়িতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জয়নুলের বসতবাড়ি তল্লাশি চালিয়ে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করে । ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এ সব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আট জুয়ারী কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন সাকোয়া গ্রামের মৃত্যু মমতাজ হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন (৪০) আমিনুল ইসলামের ছেলে মোঃ কামরুল হাসান (৩৫) বাশহাটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাজেদুল ইসলাম (৪০) পিতাঃ মোহাম্মদ আলী উভয় সাং- বাশহাটা মজিবর রহমানের ছেলে মোঃ মাহবুব রহমান (৪০) খোরশেদ ছেলে মোঃ আ্মিনুল মিয়া (৩৮) আজগর ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫) । চিথুলিয়া গ্রামের মৃত্যু রহিম উদ্দিনের ছেলে মোঃ আবু বকুর (৪০) মান্দুরা গ্রামের মৃত্যু সাহেব আলীর ছেলে আফসার আলী (৪৮)কে গ্রেফতার করেন থানা পুলিশ।সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।