গাজীপুরে ইউনিলিভার বিডি: লিমি: এর শ্রমিকদের ৬দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন
আলমগীর কবীর:
সোমবার (৭ সেপ্টেম্বর)২০২৪ইং সকাল ১১.০০টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন করেছে । শ্রমিক ইউনিয়নের আইনানুযায়ী বেতনসহ অন্যান্য সুবিধাদি প্রদান করতে হবে । কোম্পানী কতৃক নিয়োগ পত্র প্রদান করতে হবে । চাকুরীতে যোগদানে পূর্বের নিয়ম কানুন বাতিল পূর্বক সংশোধিত নতুন আইনে সকল শ্রমিকদের বেতনাদি প্রদান করতে হবে । বেতন বোনাসসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তি এবং এবং চাকুরির নিরাপত্তা ও নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা,আবাসন সুবিধাসহ শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা বাধ্যতামুলক করতে হবে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড গাজীপুর শাখা কারখানায় কর্মরত জুনিয়র সেলস অফিসার হারুন অর রশিদ শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন । তিনি বলেন,আমরা সারাদেশে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করি। ইউনিলিভার বিডি লিমিটেড বিশ্বের বুকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও আমাদের দেশের শ্রমিকরা সকল সুযোগ সুবিধা পাচ্ছিনা। ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের উদ্দ্শ্যে হুশিয়ারী দেন, অদ্য আমাদের যৌক্তিক দাবি মানা না হলে,আমরা দাবি আদায়ের লক্ষ্যে একযোগে সারাদেশে কর্মবিরতি কর্মসূচী পালন করব এবং নিত্যপূর্ণ সামগ্রী সরবরাহ বিতরণ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হবো।
মানববন্ধনে গাজীপুরে কর্মরত ইউনিলিভার লিমিটেড কোম্পানির সকল সেকশনের শ্রমিকরা উপস্থিত ছিলেন।