গাজীপুরে ১৫ আগস্ট ৭৫ এ জাতির পিতার স্বপরিবারে নির্মম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আলমগীর কবীর:
পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পারিবারের সদস্যদের হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও একুশে আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড এবং পলাতক আসামী তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার(৩আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার এলাকার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে জিয়াউর রহমানের মরণোত্তর ও তারেক জিয়াকে দেশে এনে বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল। মানববন্ধনে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ দেলোয়ার হোসেন দেলু, বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হালিম মন্ডল,যুবলীগ সদস্য আতিকুর রহমান খান( রাহাত খান), অন্যন্যা নেতৃবৃন্দরা। গাজীপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় এসে শেষ হয়।
অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতি ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল তার বক্তব্যে বলেন- পঁচাত্তরের পনের আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যাকান্ডের মাধ্যমে দেশে একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়। সেই পনের আগস্টে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান তিনি।
যুবলীগ এ নেতা আরো বলেন- ঘাতক জিয়াউর রহমানকে অনুসরণ করে তার ছেলে তারেক রহমান, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে আরেকটি ন্যাক্কারজনক হত্যাকান্ড সংঘটিত করেন কুলাঙ্গার এ তারেক রহমান। এখন সে বিদেশের মাটিতে বসে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন- আজকের এ মানববন্ধনে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বস্তেরর জনগণ একত্রিত হয়েছে। আগামী নির্বাচনে সেন্টমার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে তারেক রহমান ক্ষমতায় আসার অপচেষ্টা করে যাচ্ছে।