গাজীপুরে হিরোইনসহ ২ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
শেখ রাজীব হাসান :
গাজীপুরের টঙ্গীর শীর্ষ মাদক কারবারি ও একাধিক মামলার আসামি জুয়েল শিকদার (৩০) ও গ্রেফতার শামসুদ্দিন সরকার (৩২) কে নিষিদ্ধ বাদক দ্র হেরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল ৩ই আগষ্ট বৃহস্পতিবার রাত ৯টায় দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযানের সময় মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি জুয়েল শিকদার দত্তপাড়া এলাকার মৃত লতিফ শিকদার এর ছেলে এবং শামসুদ্দিন সরকার শামসুল দত্তপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের কাছ থেকে
২৫০(দুইশত পঞ্চাশ) পুরিয়া হেরোইন ( ওজন ২০(বিশ) গ্রাম) পাওয়া যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবাধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল ইসলামের পরামর্শে উপ পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আসামি জুয়েল শিকদার এলাকার শীর্ষ মাদক কারবারি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা। জুয়েল শিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী জুয়েল শিকদার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুয়েল শিকদার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় মামলা রুজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।