গাইবান্ধা-৫ আসন শেষ রক্ষায় নৌকার ৮ প্রার্থী-জাপা-২কান্ডারী মরিয়া
আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩৩ গাইবান্ধা( সাঘাটা- ফুলছড়ি) - ৫ আসনে নৌকার আট জন প্রার্থী ও জাতীয় পার্টির দুইজন প্রার্থী সাবেক আসনে মরিয়া উঠেছে । তারা হলেন বতর্মান সংসদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ,প্রয়াত ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়ে ফুলছড়ি উপজেলা আ;লীগ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী,সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুর রহমান লিটল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আতাউর রহমানের মেয়ে ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. আল মামুন এবং সাঘাটা উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক সুশীল চন্দ্র সরকার( সুশীল কুমার ) নৌকার মাঝি হতে চান ওইসব নেতারা।এদিকে ওই আসনটি তে জাতীয় পার্টির সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক নমীনি এ্যাড, এ এইচ এম গোলাম শহীদ "রঞ্জু ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার " আতা মনোনয়ন পত্র সংগ্রহ করে মরিয়া হয়ে উঠেছে আসনটি পূর্ণ উদ্ধার করতে।