গাজীপুরে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোহাম্মদ আল-আমীন,গাজীপুর :
গাজীপুরে তরুন প্রজন্মের দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং র্যালী অনুষ্ঠিত হয়। শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মহানগর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের দর্পণ পত্রিকা ও নাগরিক টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আল-আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এর গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সোহেল রানা, আনন্দ টিভির প্রতিনিধি অজয় সরকার ঝুটন, যুগান্তর প্রতিনিধি মাজহারুল ইসলাম রবিন, দৈনিক নবচেতনা প্রতিনিধি শামীম হোসেন, অগ্নি শিখা প্রতিনিধি বিল্পব হোসেন ফারুক বঙ্গবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন প্রধান আলোকিত সকালের জেলা প্রতিনিধি হাসান দৈনিক নববানী চিপ রিপোর্টার সোহেল মিয়া এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মাজনুন মাসুদ সত্য উন্মোচন সম্পাদক রফিকুল ইসলাম ফ্রিল্যান্সার জার্নালিস্ট তুহিন সারোয়ার সহ গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল আহসান সরকার রাসেল বলেন, মিডিয়া জগতে আজকের দর্পণ পত্রিকা সংবাদ পরিবেশনের ধরন ও বিষয়বস্তু নির্বাচন অন্যান্য পত্রিকার থেকে আলাদা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে আজকের দর্পণ পত্রিকা আগামী দিনে দেশের শীর্ষস্থান দখল করবে-এমনটিই প্রত্যাশা করছি।
পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।