: গত জুলািই-আগস্টে ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন ।
রোববার (২৯ সেপ্টেম্বর)২০২৪ইং রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (রোববার) রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুনীম ফেরদৌস আরও বলেন, গ্রেপ্তার অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। মামলা নম্বর ৪০।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা