গাজীপুরের গাছায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে গৃহবধূর আত্মহত্যা
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় গলায় পর্দার কাপড় পেঁচিয়ে মোছা. মিম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে গাছা থানা ৩৫ নং ওয়ার্ড বোর্ডবাজার সূরভী স্কুল গলি, আহসান হাবিবুর রহমান সুমনের বাসার তৃতীয় তলায় ভাড়া বাসার রুমে এ ঘটনা ঘটে। মোছা,মিম ময়মনসিংহ জেলার,ঈশ্বরগঞ্জ থানার,সোহাগী গ্রামের, কুদরত আলীর মেয়ে। জানা গেছে, শনিবার রাতে বাড়া বাসায় দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় দরজার পর্দার কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।
এর আগে সকালে মিম তার স্বামীর সঙ্গে বাপের বাড়ী যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর স্বামী অফিসে চলে যায়।
অফিস থেকে বাসায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে মিমকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে জানালে পলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরের স্টিলের দরজা গ্রেন্ডিং মেশিন দিয়ে কেটে ঘরে প্রবেশ করে দেখতে পান। মিম ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে আছেন।
প্রায় বছর খানেক আগে ময়মনসিংহ জেলার, ঈশ্বরগঞ্জ থানার,সোহাগী জিগাতলা গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে,শাহীন(২১)সঙ্গে মীমের বিয়ে হয়। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। গাছা থানার উপ-সহকারী পুলিশ কমিশনার, তদন্ত ওসি নন্দলাল,এস আই সাইফুল ইসলাম ঘটনা স্থলে এসে, মৃত্দেহ নামিয়ে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।