পীরগঞ্জের নিকাহ রেজিষ্টারের বিরুদ্ধে যত অভিযোগ
মোস্তফা মিয়া৷ পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জে মাদক মামলায় সাজা প্রাপ্ত সহ একাধিক মামলায় অভিযুক্ত নিকাহ রেজিষ্টার আলমগীর হোসেন নিকাহ রেজিষ্টারের দায়িত্বে বহাল রয়েছেন । আর এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
একাধিক সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শীবপুর গ্রামের মৃত্যু তৈয়ব উদ্দিনের পুত্র আলমগীর হোসেন উক্ত ইউনিয়নের নিকাহ রেরিজিষ্টারের দায়িত্বে থাকাবস্থায় বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন । এ কারনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়েছে ।
অভিযোগে জানা গেছে, নিকাহ রেজিষ্টার আলমগীর হোসেন বিগত ২০১৬ সনে মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হন । এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালিন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম এর ভ্রাম্যমান আদালতে ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । যার মোবাইল কোট মামলা নং-০৯/১৬, তাং-১৯/০১/১৬ ইং ।
এর পুর্বে বিগত ২০১২ সনে বাজেশীবপুর গ্রামের বকুল মিয়ার কন্যা নুরনাহর খাতুন অপহৃত হলে সে মামলায় আলমগীর হোসেনকে অভিযুক্ত করা হয়। পীরগঞ্জ থানায় দায়েরকৃত উল্লেখিত মামলার নং-৩৬/১২ । এর পুর্বেও আলমগীর হোসেন বিগত ২০০৫ সনে অপর একটি অপহরণ মামলার আসামী ছিলেন । পীরগঞ্জ থানায় দায়েরকৃত উক্ত মামলার নং-২৭/০৫ । এ ছাড়া নিকাহ রেজিষ্টার আলমগীর হোসেন প্রতিনিয়ত নির্বিগ্নে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের রেজিষ্ট্রি মুলে বিবাহ সম্পন্ন করছেন । তাহার এ কর্মকােন্ডের বিরুদ্ধে বিগত ২০১৬ সনের ২৪ ফেব্রয়ারী রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে এক লখিত অভিযোগ দাখিল করেন । উক্ত অভিযোগে তিনি নিকাহ রেজিষ্টার আলমগীর হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়টির ৬ষ্ট থেকে ৯বম শ্রেণী পর্যন্ত ৬ ছাত্রীর বিবাহ রেজিষ্ট্রির বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান ।
এদিকে কুমেদপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার আলমগীর হোসেনের এ সব অপরাধমুলক কর্মকান্ডের ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউনিয়নটির বেশ কিছু সংখ্যক ব্যাক্তি উর্ধতন কর্তৃপক্ষ বরাবর তাহাদের স্বাক্ষর সম্বলিত এ লিখিত অভিযোগ প্রেরন করেছেন ।