সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৯ সময়
পূবাইলে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
খবরের সময় ডেস্ক :
গাজীপুর মহানগরীর পূবাইল,মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় মোসা.লাইলী খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় দিকে পূবাইল থানাধীন মাজুখান করমতলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোসা.লাইলী খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বওড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী,বর্তমানে করমতলা এলাকার আবু হানিফ’র বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লাইলী খাতুন মাঝুখান বাজার থেকে কাঁচা বাজার করে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে করমতলা দক্ষিণ পাড়া ভাড়া বাসায় যাওয়ার সময় টঙ্গী থেকে নরসিংদী অজ্ঞাত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁরির ইনচার্জ মো. নাজিউর ইসলাম জানান, ঘটনা শুনেছি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।