গাজীপুরের আলোচিত ঘটনা,মসজিদের ইমামের নগ্ন ভিডিও ধারণকারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ
: গাজীপুর মহানগরের চান্দরা এলাকার এক মসজিদের ইমামকে মারধর ও নগ্ন করে ভিডিও ধারণকারী প্রধান আসামি মফিজুর রহমান টুটুলকে গ্রেফতার করেছে জিএমপি‘র গাছা থানা পুলিশ। ৭জানুয়ারী ২০২৩ইং মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।গত শুক্রবার জুমার নামাজের সময় কোরআন হাদিসের আলোকে মাদকের ভয়াবহতার আলোচনা ও কুফল বর্ননা করায় ঐ ইমামকে জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
তথ্যটি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের কর্মকর্তারা।গ্রেফতার মফিজুর রহমান টুটুল গাছা থানার চান্দরা এলাকার বাসিন্দা।
চান্দরা আল আকসা জামে মসজিদ ও মসজিদ-সংলগ্ন দারুল হাবিব মাদরাসায় গিয়ে ভুক্তভুগী ইমাম মুফতি শফিকুল ইসলাম তালুকদারকে পাওয়া যায়নি। মাদরাসাটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
মুসল্লিরা জানান, আলোচিত ঘটনার পর আত্ম সন্মানের চিন্তা করে তিনি দুই মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোণায় চলে গেছেন। তার পরিচালিত দারুল হাবিব মাদরাসাটিও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, জুমার বয়ানে মাদকের কুফল নিয়ে আলোচনা করায় মসজিদের ইমামকে মারধর ও দিগম্বর করে ভিডিও ধারণ করার সংবাদ গত সোমবার বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশ হয় এরপর সেদিনই সোমবার বিকেলে পুলিশের পক্ষ থেকে ঐ এলাকায় মাদকবিরোধী সমাবেশ করা হয়।
সমাবেশে এলাকার একাধিক বক্তা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন,‘মাদক কারবারিদের কবল থেকে আমাদেরকে বাঁচান। আমরা পরিবার-পরিজন নিয়ে সুষ্ঠ ও স্বাভাবিক জীবন যাপন করতে চাই ।