IFIC ব্যাংক বড়বাড়ী উপ-শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আলমগীর কবীর :
বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ইং বিকালে গাজীপুর মহানগরের বড়বাড়িস্থ IFIC আইএফআইসি ব্যাংকের উদ্যোগে গাছা থানাধীন ৭টি ওয়ার্ডের ছিন্নমূল অসহায় দরিদ্রদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন,অত্র উপ-শাখার ইনচার্জ মাহিন উদ্দিন সরকার।তিনি বলেন“আইএফআইসি ব্যাংক সুবিধাবঞ্চিত এবং শীত-আক্রান্ত সম্প্রদায়কে সহায়তা করার জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) প্রচেষ্টার অংশ হিসেবে দেশব্যাপী সক্রিয়ভাবে কম্বল বিতরণ করছে। IFIC ব্যাঙ্ক PLC আপনার ব্যাংক,আমরা আপনার প্রতিবেশী হিসাবে থাকি এবং আপনার আর্থিক প্রয়োজনকে সমর্থন করি। আমাদের সম্প্রদায়কে সমর্থন করার এবং সকলের প্রতি সংহতি প্রকাশ করার জন্য এটি একটি ছোট উদ্যোগ”।
প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে দরিদ্র,অসহায়দের পাশে দাঁড়াতে পেরে এই ব্যাংকে কর্মরত আমরা সবাই খুশি। আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বড়বাড়ী উপশাখা কতৃক শীত পীড়িত স্থানীয় ও ভাসমান গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পারা আমাদের অংশগ্রহন মাত্র।
বাংলা পৌষ মাস জুড়ে ১৪০০ টিরও বেশি শাখা এবং উপশাখা (উপ-শাখা) সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সহযোগিতার মাধ্যমে সরাসরি কম্বল বিতরণ করছে আমাদের এই ব্যাংক ।
চলমান এই উদ্যোগটি শীতপ্রবণ এলাকার সাধারণ জনগণ এবং শিশুদের জন্য উষ্ণতা নিয়ে আসে। শীত অব্যাহত থাকায় IFIC ব্যাংক এই কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত অনুষ্ঠানে উপশাখার ইনচার্জ মাহিন উদ্দিন সরকার,কর্মকর্তা আব্দুল্লাহ হোসেন মোহাম্মদ আবরারুল ও সাজ্জাদ হোসেন শাকির,মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার,স্থানীয় ব্যবসায়ী এম. সুজন কবির,রাসেল প্রামাণিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই উপস্থিত ছিলেন।