সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৩২ সময়
ঢাকা থেকে ২টি প্রাইভেটকারসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১
২২ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক১১.৪৫ ঘটিকায় র্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি’র উওরা পশ্চিম থানাধীন বাড়ী নং-১৯, রোড নং-৯/সি, সেক্টর নং-০৫ এর ৬ষ্ট তলা বিল্ডিং এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিয়ারসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি’র উওরা পশ্চিম থানাধীন বাড়ী নং-১৯, রোড নং-৯/সি, সেক্টর নং-০৫ এর ৬ষ্ট তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১)মোঃ কোরবান আলী (৫৭),পিতা-মোঃ বরকত উল্ল্যাহ, জেলা- রাজশাহী, ২) মোঃ সবুজ (৩৩), পিতা- রতন মাতাব্বর, জেলা- ভোলা ও ৩। মোঃ রফিকুল ইসলাম (৩২), পিতা- মোঃ খুরশেদ মিয়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪১ বোতল বিদেশী মদ ও ৩৩ ক্যান বিয়ার (আনুমানিক মূল্য ২,৬২,৫০০/-টাকা),১ টি প্রাইভেটকার,৫টি মোবাইল ফোন এবং নগদ ৫,২০০/-টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-১ এর অন্য একটি আভিযানিক দল অদ্য ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ট-১৭১/৩ শাটন ট্রেন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে সংলগ্ন বাড্ডা হাইস্কুল এর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৩৭),পিতা-মৃত হাসিমুদ্দিন, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৩৩৬ ক্যান বিয়ার (আনুমানিক মূল্য ১,৬৮,০০০/- টাকা),১টি প্রাইভেটকার,নগদ ৭০০/-টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।