জিএমপি‘র কাশিমপুর থেকে ২০ কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১
২১ এপ্রিল ২০২২ ইং বৃহস্পতিবার আনুমানিক রাত ২.৫ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর কাশিমপুর থানাধীন জিরানী বাজার মসজিদ মার্কেট এলাকায় কতিপয় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর কাশিমপুুর থানাধীন জিরানী বাজার মসজিদ মার্কেট (পলি হোটেল) এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ শফিক হোসাইন (৪২), পিতা- মোঃ শাকিল হোসেন, জেলা- বগুড়া, ২) নাহিদা আক্তার (৩৬), স্বামী- মোঃ শফিকুল ইসলাম, জেলা- ভোলা এবং ৩) মেঘলা আক্তার (৩২), পিতা-মমিনুল ইসলাম, জেলা- ভোলাদের’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা,১ টি ট্যাব,১ টি হেডফোন,৩ টি মোবাইল ফোন এবং নগদ ১,৯৫০/- টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২,৪০,০০০/- টাকা। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে দেশের বিভিন্ন ¯’ান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজাধানী ঢাকাসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।