হটাৎ সিদ্ধান্তে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে পোশাক শ্রমিকরা,স্বাস্থ্যবিধি উধাও
আলমগীর কবীর:
হটাৎ সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ে পোশাক শ্রমিকরা ।অসহনীয় দুর্ভোগ সহ্য করে ঢাকা,গাজীপুর ও নারায়নগঞ্জের উদ্দেশ্যে পোশাক শ্রমিকদের ঢল নামে । আজ থেকে শিল্পকারখানা খোলা।মানুষ মানুষের মাথা খায় এমন পরিস্থিতিতে শনিবার সকাল থেকেই গাজীপুরের মহাসড়কে হাজার হাজার ঢাকা,গাজীপুর ও নারায়নগঞ্জমুখী যাত্রীদের ভীড়। শিল্প কারখানায় ফেরার সুবিধার্থে রোববার দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযানের পাশাপাশি বাসও চলাচল ঘোষণা দেওয়ায় মহাসড়কে বেড়েছে যান চলাচল। ঝিরিঝিরি বৃষ্টিতে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ জুলাই)২০২১ইং রাত সাড়ে দশটার পর থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে হাজার হাজার মানুষের ঢল ও যানজট।
গাজীপুরের চন্দ্রা মোড় থেকে চান্দনা চৌরাস্তা,বাইপাস পর্যন্ত যানজট লেগে আছে। হঠাৎ মহাসড়কে অতিরিক্ত বাস ডুকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এবিসি চক্ষু হাসপাতাল থেকে শুরু করে চৌরাস্তা,ভোগড়া বাইপাস,জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে টঙ্গী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাম থেকে ফেরা যাত্রীরা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান,রাস্তায় যাত্রীদের চাপ,ট্রাক,পিকাপের সাথে কিছু বাস চলাচল করায় কিছু জায়গায় যানজট সৃষ্টি হয়েছে। তবে হাইওয়ে পুলিশ বিরামহীন ভাবে কাজ করছে,যাতে যানজট না লাগে ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান,মানুষের চাপ আর হঠাৎ বাস চলাচল শুরু করায় মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।