ছাতক সরকারি বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সেলিম মাহবুব, সিলেট থেকেঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন হয়। ছাতকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ছাতক সরকারি বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিবসের বিভিন্ন কর্মসূচি শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী,প্রাক্তন শিক্ষক আমিরুল হক। বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষার্থী তাসনিম তাহিয়া, নিরব দে বাঁধন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আঞ্জুমান শিমাত সাফা ও গীতা পাঠ করেন শিক্ষার্থ অর্ক দাস। এ ছাড়া ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়, আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, নুতন বাজার উচ্চ বিদ্যালয়, ছাতক সদর ইউনিয়ন মল্লিক মডেল উচ্চ বিদ্যালয়, পাইগাও উচ্চ বিদ্যালয়, এলংগি মডেল উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, মঈনপুর উচ্চ বিদ্যালয়, আমেরতল জাহানারা চৌধুরী বিদ্যালয়, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাদায় বিস্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।