টঙ্গীতে ডাকাতদলের চার সদস্য র্যাবের হাতে গ্রেফতার
টঙ্গীর এরশাদনগর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে শুক্রবার ভোর রাতে গ্রেফতার করেছে র্যাব-১এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো-টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার মৃত-রজব আলীর ছেলে রিফাত হোসেন (২২), এরশাদনগর ১নং ব্লকের আবু মিয়ার ছেলে কাউসার হোসেন (২৪), মৃত-মাহাবুব আলমের ছেলে সুজন মিয়া (৩০) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাউসী গ্রামের মৃত-আব্দুল আলীম কাজীর ছেলে আরিফ হোসেন (২২)। র্যাব-১এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, এরশাদনগর ১নং বড় বাজার এলাকায় একদল দস্যু ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১এর সদস্যরা শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে রাজু বিরিয়ানি হাউজের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা উল্লিখিত ডাকাতদলের সক্রিয় সদস্যদের গ্রেফতার করেন। পরে তাদের হেফাজত থেকে দুটি ধারালো ছুরি, একটি চাপাতি, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১১০টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর-টঙ্গী-উত্তরাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুটে নিতো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।