গাইবান্ধায় মে দিবসের কর্মসূচিতে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মে দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) ২০২৪ইং দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
সাজু মিয়া উপজেলার বেতকোপা ইউনিয়নের ছোটবোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। গাড়িচালকের সহকারী (হেলপার) ছিলেন সাজু মিয়া। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মে দিবস উপলক্ষে সংগঠন কতৃক আয়োজিত র্যালিতে অংশ নেন সাজু। র্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে অসুস্থ হয়ে পড়েন সাজু মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বেতকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন,মরদেহ বিকেলে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন,তীব্র গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।