পীরগঞ্জে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্ভোধন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে রোববার কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন কর হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রকে প্রথম টিকা প্রয়োগের মধ্য দিয়ে এ টিকাদান কার্যক্রমের শুভ সুচনা হয়। টিকাদানের প্রথম দিন ৭ ফেব্রয়ারী রোববার পর্যায়ক্রমে যারা টিকা গ্রহন করেছেন তারা হলেন-পীরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু,চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহীন, ডাঃ নাসিম মোর্শেদ সহ প্রথম দিন বিকেল পর্যন্ত ৬০ জন ব্যাক্তি টিকা গ্রহন করেন। টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আজিজুর রহমান রাঙ্গা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন বুলেট,সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুলতান আহম্মেদ সোনা প্রমুখ।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেট সাংবাদিকদের জানান-পীরগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৭'শ ৭০ ডোজ টিকা এসেছে যা ১২ হাজার ৩'শ ৮৫ জনকে দেওয়া সম্ভব হবে।