টঙ্গীতে মরহুম নছর উদ্দিন রোড এর শুভ উদ্ভোধন
শেখ রাজীব হাসান :
গাজীপুরের মহানগরীর টঙ্গীর ৫২ নং ওয়ার্ড তিলারগাতী এলাকায় মরহুম নছর উদ্দিন রোড এর শুভ উদ্ভোধন করা হয়েছে। ১২ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ঘটিকার সময় এই সড়কের উদ্ভোধন করা হয়।
সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মোস্তফা মিয়া, শাহীন মিয়া, চানু মিয়া, গিয়াস উদ্দিন,,জয়নাল মিয়া, রিয়াজ উদ্দিন, আলম মিয়া, শাহিন মিয়া, কাশেম মিয়া, আতাউর মিয়া ও শহীদ মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।
সড়ক উদ্ভোধনের সময় মরহুম নছর উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিলারগাতি জামে মসজিদের ইমাম মো: হেলাল উদ্দিন।